সময়ের উন্নয়ন ডেস্ক :-
লামায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে ছাত্র জনতার অভ্যুত্থনের পর ১৯ সেপ্টেম্বর লামায় প্রথম আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোহাম্মদ কামরুল হোসেন চৌং জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সবাই জনমুখী হোন। দায়িত্ব পালনে স্ব স্ব অবস্থান থেকে সচেতন থেকে জনগন-দেশের স্বার্থে কাজ করুন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিধির মধ্যেই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত থাকবে। এলাকায় বিভিন্ন স্থানে গিয়ে
কিছু নামধারী সাংবাদিক অনৈতিক চাঁদা১১ দাবি করছেন। সারা দেশের ক্রাইম রিপোর্টার পরিচয়ে বাহির থেকে কতিপয় একজন এই পেশার সম্মান নষ্ট করে চলছেন। তিনি বলেন, সংবাদপত্র জনগনের দর্পন। এই মূহুর্তে সাংবাদিক নেতৃবন্দের উচিত হবে, প্রকৃত সাংবাদিকদের আইডেন্টিফাই করা। বাহির থেকে এসে অনেকে সাংবাদিক পরিচয়ে স্থানীয় সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন বলেও সভায় আলোচনা হয়। পুলিশের পাহারা জোরদারসহ আইনের স্বাভাবিক সেবা নিতে স্থানীয়রা থানায় যোগাযোগ করার আহ্বান জানান। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকারের সকল সেবা প্রদান দপ্তরগুলো আন্তরিক। জীবন ঘনিষ্ঠ পানির উৎস লামা বাজার পুকুর দখল দূষণ মুক্ত অভিযান অভ্যাহত রাখায় লামা উপজেলা প্রশাসক ও নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং কে ধন্যবাদ জানা। একই সাথে জনবান্ধব পুলিশি সেবা কাজের জন্য লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ ও তার টিমকে সভাই ধন্যবাদ জানানো হয়। মাসিক মসন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কাজে অগ্রগিত প্রতিবেদন প্রকাশ করে দপ্তর প্রধানগন। এসময় পল্লী সঞ্চয় ব্যাংক ঋণের অনাদায়ে অসন্তোষ প্রকাশ করেন সভার সভাপতি। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পরিস্থিতি বর্ণনা করে সাংবাদিরা বলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছে। প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটে চলেছে। বক্তারা গেল ১মাসের মধ্যে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, টেংগার গ্রুপের সদস্যরা জড়িত বলে জানান স্থানীয়রা। প্রাণ নাশের ভয়ে কোন পদক্ষেপ নিতে পারছে না ভুক্তভুগীরা। কারণ তাদের সাথে অন্ত্র থাকে। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পড়ে বালির ব্যবসা বন্ধ হওয়ার পর টেংগার গ্রুপের সদস্যরা ছাত্রদের টার্গেট করে হুমকি দেয়। পরে তারা সেনাক্যাম্পে অবগত করার পর পরিস্থিতি মোটামোটি স্বাভাবিক হয়। হাল এলাকার মানুষ জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছে এবং নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করছেন।